পটুয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু
পটুয়াখালী কারাগারে একটি যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হাফেজ মাওলানা আবুল কালাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে তিনি মারা যান।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৫টার দিকে কয়েদি আবুল কালাম অসুস্থবোধ করায় তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাফেজ আবুল কালাম একটি যৌতুকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বন্দি ছিলেন। তিনি বাউফল উপজেলার খাজুরবাড়িয়া এলাকার মৃত. আব্দুল হাসেম সিকদারের ছেলে।
এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুহিবুল্লাহ/এএম/জেআইএম