মুন্সীগঞ্জে ফলদ ও বৃক্ষ মেলা
জেলা প্রশাসন, বন অধিদফতর ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির মূল ফটকের সামনে ও মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফলদ ও বৃক্ষ মেলা ২০১৭। চলবে ১৭ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
বিশেষ অতিথি ছিলেন, ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মুহম্মদ নিশাদ, জেলা সিভিল সার্জন ডা. মু. সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্পসারণ অধিদফতরের উপ পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার (সদর)জগদীশ চন্দ্র দেবনাথ ও মঞ্চে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার (গজারিয়া) মো. মনিরুজ্জামান মজুমদার।
এমআরএম/এসআর/পিআর