সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় স্কুলছাত্রী নিহত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এসএ কাভার্ডভ্যানের চাপায় রোকাইয়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকাইয়া মুলিবাড়ী গ্রামের আব্দুল করিম আকন্দের মেয়ে ও সয়দাবাদ উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, সকালে স্কুলে যাওয়ার পথে মুলিবাড়ী মহাসড়ক পার হচ্ছিল রোকাইয়া।
এ সময় এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এস এ পরিবহনের কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার আইনজীবী কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা