স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ গ্রেফতার ২
দিনাজপুরের বীরগঞ্জে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী লতা রাণী দাস (২০) এবং স্ত্রীর বড় ভাই মোহন দাসকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার লতা রাণী দাস এবং মোহন দাস বীরগঞ্জ পৌর শহরের কাচারী পাড়ার মজিয়া দাসের মেয়ে ও ছেলে।
গতকাল মঙ্গলবার রাতে বীরগঞ্জ পৌর শহরের কাচারী পাড়ার মজিয়া দাসের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
বীরগঞ্জ থানা পুলিশের এসআই এবং মামলার তদন্ত কর্মকর্তা প্রভাত চন্দ্র সরকার জানান, ঠাকুরগাঁও জেলা সদরের কলেজ পাড়ার নিমাই চন্দ্র দাসের ছেলে রাজু দাসের সঙ্গে এক বছর আগে লতা রাণী দাসের বিয়ে হয়।
বিয়ের পর রাজু দাস বেসরকারি সাহায্য সংস্থা আরডিআরএস ফিল্ড অফিসার হিসেবে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে কর্মরত ছিলেন।
চাকরির সুবাদে গোলাপঞ্জের স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা কুমদ রঞ্জন রায়ের ছেলে মিঠুর রায়ের বাড়ি ভাড়া করে সেখানে বসবাস শুরু করেন তিনি।
গত ১৭ এপ্রিল তাকে নিজ ঘর থেকে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠায় পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্টে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে মঙ্গলবার বীরগঞ্জ থানাকে অনুলিপি দেয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
বিষয়টি অবহিত হয়ে নিহতের বাবা নিমাই চন্দ্র দাস মঙ্গলবার রাতে বীরগঞ্জ থানায় রাজু দাসের স্ত্রী লতা রাণী দাস, লতা রাণীর দাসের ভাই মোহন দাস, মা অলকা দাস, বোনের স্বামী সাধু রাম দাসের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি