ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অশান্তির আগুনে পুড়ছে দেশ : চরমোনাই পীর

প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৩ মে ২০১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ রেজাউল করিম বলেছেন,  দেশ এখন হত্যা-গুম-অপহরণে ভরে গেছে। ঘরে থাকলে খুন আর বাহিরে আসলে গুম। আইন-শৃংখলা অবনতি দেশে অশাান্তি বিরাজ করছে।

শনিবার বিকেলে শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোরআন বলছে সমস্ত ক্ষমতার উৎস আল­াহ আর আওয়ামী লীগ-বিএনপি বলছে সকল ক্ষমতার উৎস জনগণ।

ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রকাশ্যে ভোট ডাকাতির ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন। এছাড়া এ সময় তিনি অশান্ত এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ইসলামের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আমীর অ্যাডভোকেট আমেল খান চৌধুরী সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকি, সহ-সভাপতি আশরাফ শাজাহান, সংগঠনের নেতা খালেদুর রহমান, হাফেজ আব্দুল খালেক, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা ইসরাফিল আলম ও জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।

এ.কে.এম নাজমুল ইসলাম/আরএস