ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় ডাকাতদের হামলায় নিহত ২

প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৪ মে ২০১৫

ভোলার চরফ্যাশনের উত্তরফ্যাশন এলাকার গাজী বাড়িতে ডাকাতিকালে ডাকাতদের হামলায় ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, মো. জাকির হোসেন (২৮) ও মো. আলাউদ্দিন (২৭)। নিহত ও আহত সবাইকেই কুপিয়ে জখম করা হয়।

আহতদের চরফ্যাশন, ভোলা ও বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে ডাকাতদের সন্ধানে অভিযানে নেমেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাড়ির মালিক আহত শহীদ গাজী জাগো নিউজকে জানান, শনিবার রাত ১১টায় প্রচণ্ড গরমের কারণে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ির পুকুর পাড়ের পাকা ঘাটে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ করে ৫/৬ জন মুখোশধারীসহ ২০/২৫ জনের একটি দল তাদের ঘিরে ফেলেন ও বাড়ির অন্যান্য ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার লুট করেন। এসময় বাধা দিতে এলে তারা নারী পুরুষসহ ৮/৯ জনকে কুপিয়ে জখম করেন। আশপাশের মানুষ টের পেয়ে ছুটে এলে ডাকাতদল বোমা ফাটাতে থাকেন।

আহতদের মধ্যে মহিম গাজী (৮০), রুবেল (২৫), শহীদের (৫৫) অবস্থা আশঙ্কাজনক।

অমিতভ অপু/এমজেড/এমএস