ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় ঝড়ে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২৪ মে ২০১৫

শনিবার রাতে গাইবান্ধায় ঘূর্ণিঝড়ের আঘাতে গাছপালা বাড়ি-ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের শুরু থেকে এখন পর্যন্ত গোটা জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শনিবার রাত ৯টার দিকে হঠাৎ করে গাইবান্ধার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানে। রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত দফায় দফায় প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইতে থাকে। এতে অন্তত শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে।

পলাশবাড়ী গ্রিড থেকে গাইবান্ধা পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একাধিক জায়গায় খুঁটি ও বৈদ্যুতিক টাওয়ার ভেঙে গেছে। যার ফলে রাত ৯টা থেকে এখন পর্যন্ত জেলার সাত উপজেলাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত লাইন মেরামত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি।

অমিত দাশ/এমজেড/এমএস