ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহানন্দায় নৌকাডুবিতে দুই কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৪ জুলাই ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আনসারের ঘাটে মহানন্দা নদীতে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।  

নিহতরা হলো- ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধূমি হায়াতপুর গ্রামের বাবলু আলীর ছেলে আল আমিন (১০) ও একই গ্রামের আনারুল ইসলামের ছেলে ওয়াহেদ আলী (১৬)। তারা আপন চাচাতো ভাই। 

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ১০ জন যাত্রীসহ ঘাস বোঝাই একটি নৌকা পৌর এলাকার মোহনপুর থেকে আনসারের ঘাট যাবার সময় সকাল ১০টার দিকে হঠাৎ ডুবে যায়। এ সময় নারী ও পুরুষসহ আটজনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুপুর ১টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। 

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর