কাপ্তাই লেকে পড়ে একজনের মৃত্যু
রাঙামাটিতে কাপ্তাই লেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম রতন জ্যোতি চাকমা (৪৫)। বৃহস্পতিবার রাতে শহরের কলেজগেট মন্ত্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করা হয় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে।
রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা রতন জ্যোতি চাকমা বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি ছোট নৌকায় চড়ে ওই এলাকার কাপ্তাই লেকের অংশে পারাপার হচ্ছিলেন। এসময় মাঝখানে গিয়ে নৌকা থেকে পড়ে কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শুক্রবার সকাল থেকে জাল দিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় পুলিশ। বিকেলের দিকে নিহতের লাশ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, চিনে ফেলায় শরীরে আগুন
- ২ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ৩ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৪ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৫ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা