ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবাবগঞ্জে পুলিশের ব্লক রেইড অভিযানে গ্রেফতার ৮৫

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৪ জুলাই ২০১৭

দিনাজপুরের নবাবগঞ্জে ব্লক রেইড অভিযান পরিচালনা করে ২৬ মাদক ব্যবসায়ীসহ মোট ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, জেলা পুলিশ সুপারের নিদের্শে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়। এ সময়ের মধ্যে ২৬ জন মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫৮ জন ও সাজাপ্রাপ্ত একজনসহ মোট ৮৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন।

তিনি আরও জানান, অভিযানে ১২৫ বোতল ফেনসিডিল, ২০০ পিস নেশা জাতীয় ইনজেকশন, ২৬১ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে থানায় রাতেই ২৬টি মাদক মামলা হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। 

বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি মেনে চলা হচ্ছে। আমরা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেব না। 

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর