ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:০৬ এএম, ২৪ মে ২০১৫

রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা পর্যায়ে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান। রোববার বেলা ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি।


রাজবাড়ীতে জেলা পর্যায়ে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন, লেডিস ক্লাবের সভানেত্রী আফরোজা ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলা, যুগ্ম-সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ ।

গ্রামীণ খেলাধুলা এ প্রতিযোগিতায় মোরগ লড়াই, বিস্কুট দৌঁড়, দড়ি ঘোড়ানো, বালিস বদল, কানামাছি ভোঁ ভোঁ ও হাডুডু’র মত সব বিলুপ্তপ্রায় খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় জেলার পাঁচ উপজেলা থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

রুবেলুর রহমান/এসএস/এমএস