পলাশবাড়ীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আবদুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পূর্ব গোবিনাথপু এলাকার গলাকাটা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবদুর রাজ্জাক পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোবিনাথপুর গ্রামের আবিদ উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়া গাছ কাটতে যান আবদুর রাজ্জাক। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। এরপর অনেক খোঁজাখুজির পর তার লাশ নদীর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে একই গ্রামের মিয়াজানের ছেলে সাদা মিয়া গংদের সঙ্গে বিরোধ আসছিল। আর এ বিরোধের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অমিতাভ দাশ হিমুন/এআরএ/আরআই