নাটোরে যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত
নাটোরে যাত্রীবাহী বাস উল্টে হেলপার আবু সাঈদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বরিশাল থেকে সৈয়দপুরগামী বিআরটিসির একটি বাস রোববার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের নওপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার আবু সাঈদ নিহত হন। আহত হন ১০ জন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএস/আরআইপি