প্রধানমন্ত্রীর ভাণ্ডারে ত্রাণের অভাব নেই : মায়া
ফাইল ছবি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ বন্যা মোকাবেলায় দুর্গত এলাকায় যায়নি। শুধু ঢাকাই বসে থেকে ফাঁকা আওয়াজ দিচ্ছে।
তিনি বলেন, কেউ যাতে ত্রাণ থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলের দৃষ্টি দিতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এ দুর্যোগ নিশ্চিয় আমরা কাটিয়ে উঠতে পারবো। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ত্রাণের কোনো অভাব নেই। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যত ত্রাণের প্রয়োজন হয় সবটুকু দেয়ার মতো ক্ষমতা সরকারের আছে।
শনিবার রাতে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন প্রমুখ।
লিমন বাসার/এমএএস/জেআইএম