সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে অবিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের ডেফলবাড়ী (ফুলজোড় নদীর শাখা) থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ডেফলবাড়ী গ্রামের মৃত আখের আলীর স্ত্রী।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনস্পেক্টর দিয়ানাতুল দিনার জানান, রোববার বিকেলে অবিরন নেছা বাড়ি পাশে ডেফলবাড়ীর কোলঘেশে বয়ে যাওয়া ফুলজোড় নদীতে পাট ধোয়ার কাজ করতে যান।
সন্ধ্যা হলেও সে আর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।
সোমবার ভোর ৫টার দিকে বড়হর ইউনিয়নের ফুলজোড় নদীতে ভাসমান মৃতদেহ দেখে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা সাঁতার জানতো না। বন্যার স্রোতে পা পিছলে পানিতে পড়ে যাওয়ার সে ডুবে যায়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, শুনেছি সকালে ওই বৃদ্ধার ভাসমান মৃতদেহ তার পরিবারের লোকজন উদ্ধার করেছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম