দিনাজপুরে পুলিশের ব্লক রেইডে আটক ২০১
দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০১ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত পুলিশের ব্লক রেইড অভিযানে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত হাফিজুর রহমান জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০১ জনকে আটকের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছিল ৬৫৪ পিস ইয়াবা, ১০০ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন, ২ দশমিক ৩৫ গ্রাম গাঁজা, ১৩৪ লিটার চোলাই মদ, ২৫৪ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ১১৫ গ্রাম গাঁজা। আটকরা মাদক মামলা ছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুর রহিম জানান, আটক ২০১ জনের বিরুদ্ধে পৃথকভাবে ১০১টি মামলা হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএআর/এমএস