ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৮ জুলাই ২০১৭

পাবনার ঈশ্বরদীর প্রত্যন্ত চরাঞ্চল সাহাপুরের চরগড়গড়ি গ্রামে একই পরিবারের দুই স্কুলছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- জহুরুল প্রামাণিকের ছেলে ও ষষ্ঠ শ্রেণির ছাত্র আল মামুন এবং মিটু প্রামাণিকের ছেলে ও ষষ্ঠ শ্রেণির ছাত্র তানজিন হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চাচাত দুই ভাই তানজিন ও মামুন দুপুরে বাড়ির পাশে চরে খেতের কুমড়া তুলতে যায়। দাদা খেতের কুমড়া উঠাতে ব্যস্ত হয়ে পড়লে তারা দুইজন পাশের পুকুরে গোসল করতে নামে।

পানিতে অনেকক্ষণ লাফঝাঁপ করার একপর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়। এ ঘটনা জানার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতরা পাবনা জজ কোর্টের অ্যাডভোকেট ও সাংবাদিক হেদায়েদ-উল হকের নাতি। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি