ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে পর্যটক বাস দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৫ মে ২০১৫

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় মাসুদ শেখ (২২) নামে এক পরিবহন যাত্রী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার ভোরে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট নামকস্থানে বাগেরহাটগামী একটি পর্যটক পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বাগেরহাটের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ নামে এক যাত্রী নিহত হন। অন্য আহতরা মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মাসুদ শেখ মংলা বন্দর এলাকার রাতারাতি কলোনির আব্দুর রহিমের ছেলে।

বাগেরহাট মহাসড়কের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক পরিবহনটি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট সেতুর কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপরে উঠে যায়। এতে ওই পরিবহনের অন্তত ১৫ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ নামে এক যাত্রী মারা যান। অন্যদের মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শওকত আলী বাবু/এমজেড/এমএস