ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ১১:১২ এএম, ১৯ জুলাই ২০১৭

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাংলা সাহিত্যের জননন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

নন্দিত এই কথাসাহিত্যিকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলায় হুমায়ূনের নিজ গ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, প্রয়াত হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভা।

এছাড়া এলাকার চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের মাঠে একটি চক্ষু শিবির বসানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান আহমেদ ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অন্যদিকে উপজেলা সদরে হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ ও চর্চা সাহিত্য আড্ডার যৌথ উদ্যোগে বুধবার দুপুরে শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কথাশিল্পী হাবিব আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম, গীতিকার মির্জা রফিকুল হাসান, বাউল কবি ইসলাম উদ্দিন, হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের সভাপতি মজিবুর রহমান ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, হুমায়ূন স্যার স্বপ্ন দেখতেন একদিন এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা দেশব্যাপী সুনাম ছড়িয়ে দেবে। স্যারের সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে ঠিকই। কিন্তু যে শিক্ষকমণ্ডলী এর পেছনে ন্যূনতম বেতনে শ্রম দিয়েছেন সেই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তারা। 

কামাল হোসাইন/এএম/পিআর