ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলেজছাত্রীকে ছুরিকাঘাত : বখাটে তানভীরের স্বীকারোক্তি

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৯ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় সোনিয়া আক্তার (২২) নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বখাটে তানভীর (২৪)। 

বুধবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আহমেদের আদালতে জবানবন্দি দেন তানভীর। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তানভীরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সোনিয়ার ওপর হামলার ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জবানবন্দিতে তানভীর জানিয়েছে, প্রেমের সম্পর্কে অবনতি হওয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে।

গত ৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালিবাড়ি মোড়ের জে এন ডেন্টাল পয়েন্টের ভেতরে ঢুকে সোনিয়া আক্তারকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় ওদিন রাতেই সোনিয়ার বাবা বাদী হয়ে সদর মডেল থানায় তানভীরের বিরুদ্ধে মামলা করেন। 

পরে গত ১১ জুলাই তানভীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আহমেদের আদালতে আত্মসমর্পণ করেন।  

সোনিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি লেখাপড়ার পাশাপাশি জে এন জে ডেন্টাল পয়েন্টে চাকরি করেন।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস