ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদগঞ্জে জুস খেয়ে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৯ জুলাই ২০১৭

বাড়ির গোয়াল ঘরের পাশে ফেলে রাখা তিনটি জুস খেয়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

গুরুতর অসুস্থ অবস্থায় মমিন (৮) ও সাইমুন (৭) নামে দুই শিশু পার্শ্ববর্তী রায়পুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যুর পর তার দাদা এ ব্যাপারে মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ করলে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় খেলার ছলে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের খলিফা বাড়ির গোয়াল ঘরের মাচায় রক্ষিত তিনটি সেজান জুস পান করে একই বাড়ির সানজিদা, মমিন ও সাইমুন নামে তিন শিশু। জুস খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত পার্শ্ববর্তী উপজেলা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় সানজিদাকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোমবার গভীর রাতে সে মারা যায়। অন্য দুই শিশু রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পর নিহত শিশুর দাদা নুরুল আমিন বাদী হয়ে মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিন জানান, জুস খেয়ে শিশু মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা সত্য। লক্ষ্মীপুর হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লক্ষ্মীপুর সদর থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হলেও ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এর সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত চলছে।

এমএএস/এমএস