ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে যুবলীগ নেতাকে অপহরণ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৯ জুলাই ২০১৭

বাগেরহাটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. সোহেল খানকে অপহরণের অভিযোগ উঠেছে।

এ নিয়ে মঙ্গলবার রাতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অপহৃত যুবলীগ নেতার স্ত্রী মুন্নী বেগম।

লিখিত বক্তব্যে অপহৃত যুবলীগ নেতার স্ত্রী বলেন, যুবলীগ নেতা মো. সোহেল খান ১৭ জুলাই সকালে একটি মামলার হাজিরা দিতে বাগেরহাট আদালতে যান। বেলা ১১টার দিকে আদালত চত্বরের বারের সামনে থেকে সোহেল খানকে র‌্যাব ও ডিবি পরিচয় দিয়ে কয়েকজন প্রথমে মারধর করে।

এ সময় তার সঙ্গে থাকা লোকজন বাধা দিতে গেলে তারা অস্ত্র উঁচিয়ে গুলি করার ভয় দেখিয়ে তাকে টেনেহিঁচড়ে আদালতের পেছন দিক থেকে ভিআইপি রোড এলাকায় নিয়ে কালো গ্লাসের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে পরিবারের পক্ষ থেকে খুলনা র‌্যাব- ৬, বাগেরহাট সদর থানা, ডিবি অফিস, মোড়েলগঞ্জ থানা ও মোংলা থানায় যোগাযোগসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে মো.সোহেল খানের তিন বছরের কন্যা রাফিয়া আক্তার সোহেলীসহ স্থানীয় যুবলীগ কর্মীরা উপস্থিত ছিলেন। তবে এতে জেলা ও উপজেলা যুবলীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে মুন্নী বেগম প্রধানমন্ত্রীসহ সরকারের কাছে তার স্বামী সোহলকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এছাড়া যদি সোহেলকে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করে থাকে তাহলে তাকে অনতিবিলম্বে কোর্টে সোপর্দ করার অনুরোধ জানান তিনি।

মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম জানান, সোহেল খানকে গ্রেফতারের বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় কেউ সাধারণ ডায়েরিও করেনি।

এদিকে, সোহেলকে গ্রেফতারের বিয়য়ে খুলনায় র‌্যাব-৬ এ যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।  এছাড়া, র‌্যাব-৮ বরিশালের উপপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি তিনি।

শওকত আলী বাবু/এএম/জেআইএম