ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরে বিএনপির দু`শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৫ মে ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দু`শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বিএনপি নেতা শফিউল আজম চৌধুরী জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলেল তোড়া উপহার দিয়ে যোগদার করেন। সোমবার বিকেল ৬টার দিকে মধুপুর নূরানী মাদরাসা মাঠে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁরা যোগদান করেন।

আওয়ামী লীগে যোগদান করা শফিউল আজম চৌধুরী জুয়েল ঢাকার ধানমন্ডি থানা যুবদলের সাবেক সভাপতি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আইয়ুব আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, আওয়ামী লীগ নেতা আইনুল কবির মনির প্রমুখ।

শফিউল আজম চৌধুরী জুয়েল জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দু`শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। এখন থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক হয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কাজল কায়েস/এআরএ/আরআইপি