মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
শেরপুরে নিজের কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের মামলায় বাবা হানিফ উদ্দিনকে (৪৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। এ সময় হানিফ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, হানিফ উদ্দিন বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট হদিপাড়া গ্রামের শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। ২০১৬ সালের ১৪ অক্টোবর রাতে তিনি তার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
এরপর আরও কয়েক দফায় হানিফ মেয়ের পর পাশবিক নির্যাতন চালায়। ওই অবস্থায় কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার মাসহ আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদে সে বাবার কথা জানায়।
ওই ঘটনায় একই বছরের ২০ অক্টোবর কিশোরীর মা বাদী হয়ে বাবা হানিফ উদ্দিনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা করেন।
একই দিন ওই মামলায় কিশোরী আদালতে জবানবন্দি দেয়। এ ঘটনায় ২৫ অক্টোবর আসামি হানিফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে চলতি বছরের ১৫ জানুয়ারি হানিফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই জীবন চন্দ্র বর্মণ। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ দণ্ডাদেশ দেন।
হাকিম বাবুল/এএম/আরআইপি