ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে তিন সহোদর মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৪০ এএম, ২১ জুলাই ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক ব্যবসার অভিযোগে তিন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিন সহোদর হলেন- উপজেলার পৌরসভা এলাকার পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আসলাম হোসেন (৩২), হাসানুজ্জামান (২৫) ও বেলাল হোসেন (২০)।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার তিন সহোদর দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বেচাকেনা করত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তাদের  বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/আরএস/এমএস

আরও পড়ুন