জয়পুরহাটে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাটের কালাইয়ে সরকারি পতিত জায়গায় মাটি কাটার সময় দেড় মণ ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার শাইলগুন গ্রাম থেকে কালাই থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার শাইলগুন দক্ষিণপাড়ার বাহার উদ্দিনের ছেলে নুর নবী তার বাড়িতে মাটির প্রয়োজনে সরকারি পতিত একটি জমিতে মাটি কাটার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পান। এ খবর লোকমুখে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় আসে।
এ ব্যাপারে কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন কুমার রায় জানান, প্রাথমিক অবস্থায় মূর্তিটির পরিচয় ও মূল্য নির্ধারণ করা যায়নি। মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী বরেন্দ্র জাদুঘরে পাঠানো হচ্ছে।
রাশেদুজ্জামান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান