ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:২৮ এএম, ২২ জুলাই ২০১৭

সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার ভোর রাতে কাজীপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের সোনামুখী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী জানান, শনিবার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৮৮১১) সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল। 

বাসটি কাজীপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটির সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও আরো ১০ যাত্রী আহত হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। 

কাজীপুর থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাসের সুপারভাইজার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

আরও পড়ুন