ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় মোবাইলের দোকান থেকে ২০ লাখ টাকার পণ্য লুট

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১১:৪৬ এএম, ২২ জুলাই ২০১৭

বগুড়ার শেরপুর পৌর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে অবস্থিত রাবেয়া কমপ্লেক্সের একটি মোবাইল ফোনের দোকানে হানা দিয়ে নগদ টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লাখ টাকার মোবাইল ফোন ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে শাহী মোবাইল পয়েন্টের মালিক আব্দুল হাকিম দোকান খুলতে এসে ঘটনাটি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার প্রতিবাদে বিকেল পর্যন্ত রাবেয়া কমপ্লেক্সের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

শাহী মোবাইল পয়েন্টের মালিক আব্দুল হাকিম জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার পর ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে তিনিসহ কর্মচারীরা বাসায় যান। শনিবার দোকান খুলতে তার কিছুটা বিলম্ব হয়। দুপুরে তালা খুলে ভেতরে গিয়ে তিনি সবকিছু এলোমেলো দেখতে পান। তিনি দেখেন দোকানে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট নেই, ক্যাশ বাক্সও খোলা।

ওই ব্যবসায়ী আরও জানান, দুর্বৃত্তরা ভেতরে ঢুকে প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন  ব্র্যান্ডের মোবাইল সেট ও নগদ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা লুটে নিয়ে গেছে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ধরন দেখে ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

লিমন বাসার/আরএআর/জেআইএম