সহায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনে যাবে বিএনপি
সহায়ক সরকার প্রতিষ্ঠা করে বিএনপি আগামী নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকায় শনিবার বেলা ১১টার দিকে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনার সরকার জনগণের সরকার নয়, তাই তার অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই সরকারের আমলে জনগণ তাদের পছন্দ মতো ভোট দিতে পারে না। এই সরকারের অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপত্বিতে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সদস্য আব্দুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, জেলা বিএনপির ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হালিম হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মুসফিক লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম