পার্বতীপুরে আবাসিক হোটেলে জবাই করে হত্যা
দিনাজপুরের পার্বতীপুরে একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ আলী (৪৪) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে দিনাজপুরের পার্বতীপুর শহরের সাজেদুর মার্কেটের রজনীগন্ধা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম নান্নু সাংবাদিকদের জানান, গত ১৮ মার্চ বলপেন সরবরাহকারী পরিচয় দিয়ে বোডিংয়ের ২০ নম্বর রুমটি ভাড়া করেন মোহাম্মদ আলী। তিনি আড়াই মাস ধরে রুমটিতে অবস্থান করছেন। সোমবার রাত ১টার দিকে ওই কক্ষ থেকে গোঙানির শব্দ পেয়ে পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক এসআই মো. মোস্তাফা কামাল ও রাসেলসহ পুলিশের একটি দল ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে।
পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে মারা যান ।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন