নেত্রকোনায় শিশুকে গাছে বেঁধে নির্যাতন
ফুটপাতের দোকান থেকে সিগারেটের প্যাকেট হাতে নেয়ার অপরাধে মাজাহারুল (৫) নামের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
রোববার উপজেলা পরিষদের সামনে সড়কের শান্তু মুন্সির ফুটপাতের দোকানে এ ঘটনা ঘটে। মদন গ্রামের হতদরিদ্র আজারুলের ছেলে মাজহারুল রোববার দুপুরে জাহাঙ্গীরপুর সেন্টারে আসে।
এ সময় শান্তু মুন্সির দোকানে একটি সিগারেটের প্যাকেট হাতে নিলে দোকানদার শিশুটিকে দোকানের সামনের গাছে রশি দিয়ে বেঁধে রাখেন।
এ ব্যাপারে শান্তু মুন্সি বলেন, সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে তাকে গাছে বেঁধে রাখা হয়। এতে দোষের কী আছে।
জানতে চাই সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, এ ঘটনাটি আমি শুনিনি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
কামাল হোসাইন/এএম/জেআইএম