ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন ওবায়দুল কাদের

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৩ জুলাই ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাবা মোশাররফ হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার দুপুরে সেতুমন্ত্রী তার নিজ এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকার গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে গিয়ে সুরা ফাতেহা, দুরুদ শরিফ ও দোয়া পাঠ করেন। পাশাপাশি তার বাবার জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল, নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আক্রাম উদ্দিন চৌধুরী সবুজ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি নুরুল করিম প্রমুখ।

মিজানুর রহমান/এএম/জেআইএম

আরও পড়ুন