ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষার্থী এক, পাস শতভাগ

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৩ জুলাই ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দোগাছি বরেন্দ্র উচ্চবিদ্যালয় ও কলেজ। রাজশাহী বোর্ডে এবছর শতভাগ পাসের ২২ কলেজের একটি।

মাত্র একজন পরীক্ষার্থী নিয়ে শতভাগ পাসের তমকা পেয়েছে মফস্বলের এই কলেজটি। রোববার দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে রাজশাহী শিক্ষাবোর্ড।

দেশসেরা রাজশাহী কলেজও আসতে পারেনি ওই তালিকায়। নেই নগরীর আরেক স্বনামধন্য নিউ গভ. ডিগ্রি কলেজও। এমনকি সরকারি সিটি কলেজ ও মহিলা কলেজও নেই শতভাগ পাসের ২২ কলেজের মধ্যে।

শুধু দোগাছি বরেন্দ্র উচ্চবিদ্যালয় ও কলেজই নয় একজন পরীক্ষার্থী নিয়ে শতভাগ পাসের তালিকায় এসেছে পাবনার চাটমোহর উপজেলার ডিবি ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ।

এছাড়া দুজন করে পরীক্ষার্থী ছিল নওগাঁর বদলগাছির মিঠাপুর আদর্শ কলেজ ও বগুড়া সদরের বিয়াম ল্যাবরেটরি উচ্চবিদ্যালয় ও কলেজে। তিনজনের সব পরীক্ষার্থী পাস করেছে পাবনার ঈশ্বরর্দী উপজেলার ভাগইল উচ্চবিদ্যালয় ও কলেজের।

পাশাপাশি চারজন করে পরীক্ষার্থী অংশ নিয়েছে রাজশাহী নগরীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শাখায়, পবার এমআরকে কলেজে এবং নওগাঁর মহাদেবপুরের বেলকুড়ি উচ্চবিদ্যালয় ও কলেজে। এদের প্রত্যেকেরই পাস করায় কলেজগুলো ঠাঁই পেয়েছে শতভাগ পাশের তালিকায়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাওয়া তথ্যমতে, ৫০ জনের নিচে পরীক্ষার্থী ছিল এমন শতভাগ পাস করা কলেজ রয়েছে ৭টি। এর মধ্যে নওগাঁর মান্দা উপজেলা ভারসো উচ্চবিদ্যালয় ও কলেজে ১৭ জন, একই উপজেলার ধামিন মৈনম উচ্চবিদ্যালয় ও কলেজে ২৫ জন, ২৬ জন করে মান্দা কারিগরি ও কৃষি কলেজ এবং বগুড়া সদরের মিলেনিয়াম স্কলাস্টিক বিদ্যালয় ও কলেজে, মান্দার জোতবাজার মাহিলা কলেজের ৪০ জন করে পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।

ক্যাডেট কলেজগুলোও রয়েছে শতভাগ পাসের তালিকায়। এর মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৩৯ জন, পাবনা ক্যাডেট কলেজের ৪৮ জন এবং রাজশাহী ক্যাডেট কলেজের ৫৬ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

শতভাগ পাসের তালিকায় শীর্ষে বগুড়ার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানকার ৩২৩ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তালিকায় দ্বিতীয় ওই জেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ছিল ২৭৪ জন।

২১৯ পরীক্ষার্থীর সবাই পাস করায় এ তালিকায় তৃতীয় বগুড়ার আরেক শিক্ষা প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। বগুড়ার আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ২০০ জন পরীক্ষার্থীও পাস করেছে। সেই সঙ্গে পাস করেছে সিরাজগঞ্জ মহিলা কলেজের ৭৪ এবং, বগুড়া সদরের ছয় পুকুরিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ৫৭ শিক্ষার্থী।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

আরও পড়ুন