নোয়াখালীতে আগুনে বসতবাড়ি ভস্মীভূত
ফাইল ছবি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে আগুনে বসতঘরসহ তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে জামাল উদ্দিন হুজুরের ঘরে মঙ্গলবার রাত দেড়টার সময় হঠাৎ আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বসত ঘরের পাশে থাকা রান্নাঘরসহ মোট তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হলেও ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সকল জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন হুজুর জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুনে সব কিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বাস করছে।
মিজানুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪