ফতুল্লায় ৯ ডাকাত গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফতুল্লার দাপা ইদ্রাকপুরের মৃত হায়দার আলীর ছেলে ডাকাত ইয়াছিন (৩৫), সস্তাপুরের শাহ আলমের ছেলে মেহেদী (২০), তালামুল্লাহর ছেলে রতন (২৬), তল্লা সবুজবাগের ইকবাল হোসেনের ছেলে আলাবুদ্দিন (২০), ঢাকা ডেমরার মৃত আলী হোসেনের ছেলে বিল্লাল (৪৭), তল্লার মৃত বাচ্চু মিয়ার ছেলে দীন ইসলাম (৩৫), মৃত ইসমাইলের ছেলে নূর আলম (২২) ও লাল মিয়ার ছেলে মোতালেব (২২)।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা একত্রে ফতুল্লার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ