ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিজলায় গাছচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৫ জুলাই ২০১৭

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় অটোরিকশার উপর গাছ পড়ে দুই যাত্রী নিহত এবং এক প্রতিবন্ধী কিশোর যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কালিকাপুর এলাকার নোমান সরদার (২০) এবং গুয়াবাড়িয়া এলাকার গোকুল দেবনাথ (৩০)।

দুর্ঘটনায় আহত পূর্বকান্দি এলাকার প্রতিবন্ধী কিশোর রাজিব সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, স্থানীয় হরিনাথপুর বাজার থেকে একটি অটোরিকশা মৌলভীরহাটের দিকে যাচ্ছিল। বোর্ডস্কুল এলাকা অতিক্রমকালে আকস্মিক একটি পুরনো বাবলা গাছ অটোরিকশার উপর পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নোমান ও গোকুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

সাইফ আমীন/বিএ