নীলফামারী শহরকে স্বপ্নের শহর গড়ে তুলুন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে নীলফামারী শহরকে সুন্দর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত একটি স্বপ্নের শহর হিসেবে গড়ে তুলতে পারব। এ সময় পৌরবাসিকে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান সফল করে নীলফামারী শহরকে স্বপ্নের শহর গড়ার আহ্বান জানান মন্ত্রী।
বুধবার দুপুরে নীলফামারী পৌরসভার উদ্যোগে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার লক্ষে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহরের প্রত্যেক দোকানের সামনে টবের মধ্যে দুটি করে গাছ লাগালে শহরটা অনেক সুন্দর হবে এবং দেয়ালগুলোকে সুন্দর রাখার জন্য শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর জন্য নির্ধারিত বড় বড় বিলবোর্ড থাকবে, সেখানে পোস্টার লাগানো যাবে।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন পৌর মেয়র। পরে সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এ র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও সকল শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।
এর আগে সদর উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ এক হাজার টাকা বিতরণ করেন মন্ত্রী। এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত `একটি বাড়ি একটি খামার` প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সম্মেলন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।
জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি