ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাজের মধ্যদিয়ে নজরুলের স্মৃতি ধরে রাখতে হবে

প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৭ মে ২০১৫

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, কবি নজরুল ছিলেন বাঙালীর প্রাণের কবি, দ্রোহী চেতনা ও মানবতার কবি। মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান বাঙালী জাতিকে উদ্বুদ্ধ ও উজ্জীবিত করেছে, অনুপ্রেরণা যুগিয়েছে। তাই ভবিষ্যত প্রজন্মকে কাজের মধ্যদিয়ে নজরুলের স্মৃতিকে ধরে রাখতে হবে।

বুধবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, কবি নজরুল শুধু বাঙালীর কবি নন, বাঙালীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক, তিনি বিশ্বেরও কবি। নজরুলের বাণী, কবিতা ও গান আমাদের উজ্জীবিত করেছে, অনুপ্রেরণা যুগিয়েছে, যা দেশে-বিদেশে সমাদৃত।

জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য ডা. এম আমানউল্লাহ, সাবেক সংসদ সদস্য মাওলানা রুহুল আমিন মাদানী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ। নজরুল স্মারকবক্তা ছিলেন জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি হাবীবুল্লাহ সিরাজী।

আতাউল করিম খোকন/এআরএ/আরআই