ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে সিমেন্ট কারখানায় শ্রমিক নিহত

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৭ মে ২০১৫

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অ্যাংকর সিমেন্ট কারখানায় মেশিনের উপর থেকে পড়ে সাকিল (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো তিন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাকিল নগরীর রূপাতলীর উকিলবাড়ি সড়ক এলাকার বাসিন্দা। আহত শ্রমিকরা হলেন, মাসুদ, শফিক ও কবির।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় ২০ ফুট উচ্চতায় একটি লোহার বলের উপর উঠে কাজ করছিলেন শ্রমিক সাকিল, কবির, মাসুদ ও শফিক। ওই বলের মধ্যে সিমেন্ট তৈরির কাঁচামাল মিশানো হয়। কিন্তু শ্রমিকরা বলের উপর থেকে নেমে যাওয়ার আগেই মেশিনটি চালু করায় বলটি ঘুরতে থাকে। এতে বলের উপর থাকা ওই চার শ্রমিক নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত চার শ্রমিককে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে সাকিলের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি অন্য তিন শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/আরআই