বরিশালে মানবপাচারকারীদের তালিকা হচ্ছে
ফাইল ছবি : পাচারের শিকার হওয়া সাধারণ মানুষ
মানবপাচারকারীদের তালিকা তৈরি করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তালিকা তৈরির পর তা নিয়ে অভিযানে নামবে পুলিশ সদস্যরা। এরই মধ্যে মানবপাচাকারীদের সম্পর্কে খোঁজ-খবর জানাতে থানা পুলিশকে নির্দেশ এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বর ও চৌকিদারদের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি টিম আদম ব্যাপারী ও বৈধ অবৈধ জনশক্তি রফতানির সাথে জড়িত ব্যবসায়ীদের তালিকা তৈরি করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পাওয়ার পর পাচার হওয়া মানুষদের সমস্যাটি আন্তর্জাতিকভাবে ওঠে আসে। এরই মধ্যে পাচার হওয়া রোহিঙ্গা ও বাংলাদেশিদের সাগরে ভাসমান অবস্থায় সন্ধান পাওয়া যায়। এসব কারণে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জানান, মানবপাচার নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে তাই বিষয়টি অধিক গুরুত্বের সাথে দেখছে মেট্রোপলিটন পুলিশ।
অন্যদিকে, কুয়াকাটা থেকে সমুদ্র পথে মিয়ানমার হয়ে থাইল্যান্ড ও মালোয়শিয়া যাওয়া সম্ভব। এ কারণে মানবপাচারকারীদের হাতে এ অঞ্চলের কোনো মানুষ প্রতারিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছে কিনা তারও খোজঁ নেয়া হচ্ছে। তালিকা তৈরির পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অভিযান চালাবে পুলিশ।
সাইফ আমীন/এমএএস/বিএ