ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

একটি ব্রিজের জন্য ৩০ হাজার মানুষের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ১০:১৪ এএম, ২৭ জুলাই ২০১৭

রংপুর নগরীর আলমনগরের পাট বাড়ি এলাকার শ্যামাসুন্দরী খালের ওপর নির্মিত ব্রিজটি ৩ ওয়ার্ডের মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্রিজটি সরু হওয়ায় নগরীর ২৬, ২৮ এং ২৯ নং ওয়ার্ডের প্রায় ৩০ হাজারের অধিক মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ৪৭ বছর ধরে ব্রিজটি সংস্কারের দাবি জানিয়ে এলেও এর কোনো প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৯ সালে রংপুর নগরীর ২৬ নং ওয়ার্ডের পাটবাড়ি এলাকার জবাইখানা সংলগ্ন শ্যামাসুন্দরী খালের ওপর চলাচলের জন্য স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেন। পরে স্থানীয়রা খালের ওপর পাকা ব্রিজের দাবি করলে সরু করে ব্রিজ নির্মাণ করা হয়।

ব্রিজটি সরুর কারণে বর্তমানে অটো চলাচল করতে পারে না। পাশাপাশি ব্রিজটি কয়েক যুগ আগের হওয়ায় রেলিং ভেঙে গেছে। ফলে যাতায়াতের সময় দুলতে থাকে ব্রিজটি। যেকোনো মুহূর্তে ব্রিজটি ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

মন্ডলপাড়া মোড়ের ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, ব্রিজের ওপর দিয়ে মন্ডলপাড়া, পাটবাড়ি, রবার্টসনগঞ্জ, তাঁতিপাড়া, কুটির পাড়া, তাজহাট, নুরপুর, মহাদেবপুর, ঘোড়াপিরমাজার, মাহিগঞ্জ, টিবি হাসপাতাল, আনছারি মোড়সহ আরও কয়েকটি এলাকার প্রায় ৩০ হাজারেরও অধিক মানুষ যাতায়াত করে। ব্রিজটি সরু এবং পাশ থেকে মাটি সরে যাওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় গত ২০ দিনে ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী আজিজুল ইসলাম এবং বেসরকারি সংস্থা টেন বার্ডসের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুইডেনও একই কথা বলেন। ব্রিজটি সংস্কারের দাবি তাদেরও।

তাজহাটের রিকশাচালক আফছার মিয়া জানান, ব্রিজটি এত সরু, এক পাশ দিয়ে একটা রিকশা ঢুকলে অন্য পাশ দিয়ে একটি বাইসাইকেলও আসতে পারে না। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকতে হয়।

রবার্টসনগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক রুকুনুজ্জামান রাসেল বলেন, ব্রিজটি প্রশস্ত করা হলে এই এলাকার শিক্ষার্থীরা অটোতে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে এই অঞ্চলের ৩০ হাজারের মানুষের ভোগান্তি কমবে।

এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, যখন ব্রিজটি সরু করে নির্মাণ করা হচ্ছিল তখনই প্রতিবাদ করা উচিত ছিল। এরপরও খোঁজ নিয়ে দ্রুত ব্রিজটি প্রশস্ত করা হবে।

জিতু কবীর/এএম/আরআইপি