ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচন বানচাল করতে বিদেশ গেছেন খালেদা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৭ জুলাই ২০১৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচন বানচাল করতে তারেক জিয়ার সঙ্গে শলাপরামর্শ করতে বিদেশে গেছেন। তারা মা-ছেলে মিলে গত নির্বাচন পূর্ববর্তী জ্বালাও পোড়াও কর্মসূচির থেকেও ভয়ঙ্কর নাশকতা করার পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক আরও বলেন, আজকের ছাত্র নেতারাই আগামী দিনের দেশ রক্ষায় ভূমিকা রাখবে। তিনি বিএনপি-জামায়াতের নাশকতার পরিকল্পনা মোকাবেলার জন্য ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ নাসিরের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুর নাহার চাঁপা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম