ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গর্ত, যান চলাচলে ঝুঁকি
গত চার দিনের টানাবৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুুঁকি নিয়ে চলছে যানবাহন। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চালকরা।
যাত্রী ও যানবাহনের চালকরা জানান, গত কয়েকদিন ধরে মির্জাপুরে বৃষ্টি হচ্ছে। তবে গত রোববার থেকে শুরু হয়ে বুধবার বিকেল পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের চাকার ঘর্ষণে বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়।
বুধবার বিকেলে মির্জাপুর উপজেলার জামুর্কী থেকে গোড়াই পর্যন্ত মহাসড়ক ঘুরে বিভিন্ন স্থানে সৃষ্ট গর্ত দেখা গেছে। জামুর্কী বাস স্টেশনে ছোট ছোট কিছু গর্ত রয়েছে। তবে পাকুল্যা বাস স্টেশনের উভয় পাশে প্রায় ৩০০ গজ এলাকায় অংসখ্য গর্ত রয়েছে। ওই অংশে প্রায় ১০ ইঞ্চি পর্যন্ত গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
পাকুল্যা, আছিমতলা ও শুভুল্যা সেতুর উপর রয়েছে গর্ত। কদিম ধল্যা, শুভুল্যা, কুর্ণী, মির্জাপুর বাইপাস, দেওহাটা, ধেরুয়া, সোহাগপুর ও গোড়াই বাস স্টেশনে রয়েছে প্রচুর গর্ত। এছাড়া মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে বাওয়ার কুমারজানি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার, দেওহাটা থেকে সোহাগপুর বাজার পর্যন্ত প্রায় ৩ কিলামিটার এলাকায় গর্তের সৃষ্টি হয়েছে।
এরমধ্যে ধেরুয়ার রেল ক্রসিং এলাকার উভয় পাশের কমপক্ষে ৪শ গজ মহাসড়কে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে।
গোড়াই গন্ধ্যবপাড়া এলাকা থেকে গোড়াই বাজার পর্যন্ত কমপক্ষে দেড় কিলোমিটার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে।
গোপালপুর-ঢাকাগামী দ্রুতগামী পরিবহনের বাসচালক দিলীপ সাহা, মেক্সিচালক রুবেল মিয়া জানান, বৃষ্টির কারণে সৃষ্ট এ গর্তের কারণে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অনেক জায়গায় বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে যান চালাতে হচ্ছে। এতে যেকোনো সময় যানবাহন বিকল হয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানান।
মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার সাংবাদিকদের জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত মেরামতের জন্য সড়ক বিভাগের কর্মীরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। বৃষ্টির সময় বিটুমিন দিয়ে কাজ করা যায় না। তবে ইট বালি দিয়ে গর্ত ভরাট করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মহাসড়কে গর্তের সৃষ্টি হওয়ার কারণে নির্ধারীত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এস এম এরশাদ/এফএ/এমএস