ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে তিন জামায়াত কর্মীসহ গ্রেফতার ২৬

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১০:২৮ এএম, ২৮ জুলাই ২০১৭

নীলফামারীর ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিন জামায়াত কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, গ্রেফতার ২৬ জন আসামির মধ্যে মাদক মামলায় দুইজন, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক একজন, জিআর মামলায় নয়জন, সিআর মামলায় তিনজন, ১৫১ ধারায় একজন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জলঢাকা উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুইজন জামায়াত কর্মী ও ডিমলা উপজেলায় ১৫১ ধারায় একজন জামায়াত কর্মীসহ তিনজন রয়েছেন।

তারা হলেন- জলঢাকার কদমতলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে আল-আমিন (২৮), আমরুল বাড়ি গ্রামের মৃত. ফরিদুল ইসলামের ছেলে নুরুন্নবী (৩৫) ও ডিমলা উপজেলায় আকাশকুড়ি গাছবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের মৃত. মনিরউদ্দিনের ছেলে সফিউদ্দিন হক (৫৫)।

শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম।

জাহেদুল ইসলাম/এএম/পিআর