সেনবাগে পানিবন্দি ৮০০ পরিবারকে ত্রাণ সহায়তা
গত কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় পানিবন্দি ৮০০ পরিবার পেয়েছে বিভিন্ন প্রকারের ত্রাণ সামগ্রী।
শুক্রবার সেনবাগ উপজেলার বেশ কয়েকটি স্থানে পানিবিন্দ এসব অসহায় নারী-পুরুষের হাতে হাতে চাল, আটা, তেল, আলুসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
এসব ত্রাণ বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আতাউর রহমান ভুঁইয়া মানিক।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু, সেনবাগ পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম ও নাট্যশিল্পী শফিউল আজম পিন্টু প্রমুখ।
ইঞ্জিনিয়ার আতাউর রহমান ভুঁইয়া মানিক জানান, সকাল থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে সেনবাগের ছাতারপাইয়া, কেশারপাড়, সেনাবাগ পৌর এলাকার বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের হাতে এসব ত্রাণ তুলে দেন। আগামীকাল শনিবার (২৯ জুলাই) জেলার পানিবন্দি অন্য এলাকাগুলোতে এই ত্রাণ সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।
মিজানুর রহমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ