ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘শুরুতে আগুন শেষে ছাই’

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৮ জুলাই ২০১৭

‘ধুমপানমুক্ত পৃথিবী গড়ি-শুরুতে আগুন শেষে ছাই’ স্লোগানে অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ধুমপানবিরোধী গণস্বাক্ষর কার্যক্রম পরিচালিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শহরের পৌরপার্কের পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) জাতীয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম সাজিদ হাসান শান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মো. মেহেদী হাসান।

এতে বক্তব্য রাখেন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন (এএসও) জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক যুগ্ম-আহ্বায়ক শ্রাবণী রহমান, এস এম নাহিদ হাসান, সদস্য শাহীদ হাসান, সেঁজুতি হাসান, ইশরাত জাহান, হাবিবা আক্তার হিমা ও ইসমে আজম প্রসন্ন প্রমুখ।

গণস্বাক্ষর কার্যক্রমে গাইবান্ধার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ জন মানুষ ধুমপান না করার জন্য স্বাক্ষর করেন।

রওশন আলম পাপুল/এএম/পিআর