পাবনায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়ায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রী জাহিরুন নেছাকে (৩৫) ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে স্বামী আব্দুর রাজ্জাক। বুধবার রাত আনুমানিক ২টার দিকে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হইজোড় গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পাবনা সদরের পাদিখালি গ্রামের (কুমিল্লাপাড়ার) নাছির বিশ্বাসের ছেলে আ. রাজ্জাকের সাথে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হইজোড় গ্রামের মৃত হারানের মেয়ে জাহিরুন নেছার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা না হওয়ায় আঃ রাজ্জাক আরেকটি বিয়ে করে। এরপর থেকে প্রথম স্ত্রী জাহিরুন বাবার বাড়ি থাকত। তবে মাঝে মধ্যে রাজ্জাক জাহিরুনকে দেখতে আসত। বুধবার রাত আনুমানিক ২টার দিকে জাহিরুনের ঘরে চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, আব্দুর রাজ্জাক শ্বশুর বাড়ি এসে বুধবার রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত স্ত্রী জাহিরুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্ত্রীর কাছে রাখা গরু বিক্রির টাকা চেয়ে না পেয়ে সে তিনি কাণ্ড ঘটায় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
একে জামান/এমএএস/আরআইপি