ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে বাঘের অবস্থা ভালো’

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৯ জুলাই ২০১৭

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশেও বাঘের সংখ্যা কমছে। তবে আশার কথা বর্তমানে বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগের যেকোনো সময়ের চেয়ে সুন্দরবনে বাঘ বেশি নিরাপদে রয়েছে। সরকার সুন্দরবনের বাঘকে নিরাপদ রাখতে জিরো টলারেন্স দেখাচ্ছে।

তিনি বলেন, সুন্দরবনে ইউএসআইডির অর্থায়নে স্মার্ট পেট্রোলিং টিমের কার্যক্রম চলছিল। কিন্তু কোনো কাজ হয়নি বলে তারা হঠাৎ করে কার্যক্রম বন্ধ করে দেয়। তারা ভেবেছিল বাংলাদেশ অর্থের অভাবে এই কার্যক্রম চালাতে পারে না। কিন্তু সেই মুহূর্তে সরকারিভাবে দুই কোটি টাকা বরাদ্দ করে স্মার্ট পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সেই সঙ্গে অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে বাঘের অবস্থা অনেক ভালো।

শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বনমন্ত্রী।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে বাঘ দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল আজিজ।

প্রবন্ধে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্বের ১২টি দেশে ১০০ ভাগের মাত্র ৭ অংশে বাঘ টিকে আছে। কম্বোডিয়ায় কোনো বাঘ নেই, মিয়ানমারে বাঘের পরিসংখ্যান একই, চীনসহ অন্য দেশের থেকে বাংলাদেশে বাঘের অবস্থা অনেক ভালো।

বাঘ দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট -২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক (সিএফ) মো. জাহিদুল কবির, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. আমীর হোসাইন চেীধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাগেরহাট মো. শফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল প্রমুখ।

শওকত আলী আশরাফী/এএম/আরআইপি

আরও পড়ুন