ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যুৎ সরবরাহ কম, ঈশ্বরদীতে দুর্ভোগে বিদেশিরা

জেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৯ জুলাই ২০১৭

প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ সরবরাহের অভাবে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর প্রকল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে।

চাহিদার তুলনায় তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ সরবরাহ দেয়ায় লোডশেডিংয়ের কবলে পড়ে ঈশ্বরদীর সর্বত্র নাভিশ্বাস অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে ঈশ্বরদীতে অবস্থানরত বিদেশিরা দুর্ভোগে পড়েছেন।

দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ইপিজেড, রেলওয়ে পাকশী বিভাগীয় সদর দফতর, প্রায় ছয়শ শিল্প কারখানা, ঈশ্বরদীতে অবস্থানরত রাশিয়ানসহ অন্যান্য বিদেশিদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। অব্যাহত লোডশেডিংয়ের কারণে প্রতিদিন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষের সঙ্গে বিদ্যুৎ বিভাগের স্টাফদের অশ্লীল আচরণ ও বাক্য বিনিময়ের ঘটনাও ঘটছে।

বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী মহলের দেয়া তথ্য সূত্রে এসব জানা গেছে।

সূত্র মতে, উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হলো ঈশ্বরদী। এখানে ভারী, মাঝারি ও ক্ষুদ্র শিল্প কলকারখানার সংখ্যা প্রায় সাতশ। এছাড়া এখানকার উৎপাদনমুখী ইপিজেডেও অনেক ভারী শিল্পকারখানা চালু রয়েছে।

রেলওয়ে পাকশী বিভাগীয় সদর দফতরের অনেক অফিসে গুরুত্বপূর্ণ কাজ করা হয়। দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ চলছে। এ কারণে অনেক রাশিয়ান অবস্থান করছে।

ইপিজেডে বিদেশিরাও রয়েছে। এছাড়া বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, ডাল, কৃষি ও পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আছে এখানে।

ঈশ্বরদীতে প্রতিদিন বিদ্যুতের মোট চাহিদা ৫০ মেগাওয়াট। অথচ বিদ্যুৎ সরবরাহ দেয়া হচ্ছে মাত্র ১৮ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় তিন ভাগের এক ভাগ। অবশ্য কোনো কোনো দিন সামান্য বাড়িয়ে ২০,২২,২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়।

দু-একদিন ৩০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ দেয়ার রেকর্ডও আছে। শুধু চাহিদার তুলনায় তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ সরবরাহ দেয়ায় দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও মাঝে মধ্যে লোডশেডিং দেয়া হচ্ছে।

এতে করে এ প্রকল্পে কর্মরত রাশিয়ানসহ অন্যান্য প্রতিষ্ঠানের বিদেশিরা অসুবিধার মধ্যে কাজ করছেন। শিল্প কল কারখানাগুলোয় মারাত্মকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে।

অন্যান্য অফিসগুলোতেও একই অবস্থার সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের কারণে প্রতিদিন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষের সঙ্গে বিদ্যুৎ বিভাগের স্টাফদের অশ্লীল আচরণ ও বাক্যবিনিময়ের ঘটনাও ঘটছে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআইপি