ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৮ মে ২০১৫

বাগেরহাটের ফকিরহাটে মো. ফজলু শেখ (৩০) নামে এক ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা করেছেন দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় পুলিশ ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ষাটতলা গ্রামের জনৈক আমির আলীর মাছের ঘের থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করতে পারলেও এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহত ভ্যানচালক ফজলুর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. হেমায়েত শেখ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত ভ্যানচালক মো. ফজলু শেখ পার্শ্ববর্তী বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের দাকোপা গ্রামের প্রয়াত মো. হাতেম শেখের ছেলে। এরআগে বুধবার সন্ধ্যায় অজ্ঞাত হিসেবে এই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভগ্নিপতি মো. হেমায়েত শেখ জাগো নিউজকে বলেন, অজ্ঞাত তিন যাত্রীকে নিয়ে গত ২৫ মে সন্ধ্যায় আমার শ্যালক বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অনেক রাত হলেও সে বাড়িতে না ফেরায় তার মোবাইলফোনে ফোন করে সেটি বন্ধ পাই। এরপর আমরা আত্মীয়-স্বজনসহ ওর বন্ধুদের বাড়িতেও খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনা। বুধবার রাতে ফকিরহাট থানা পুলিশ মাছের ঘের থেকে অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করেছে জানতে পেরে সেখানে গিয়ে তার পরিচয় সনাক্ত করি।

ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এস এম হায়দার আলী জাগো নিউজকে বলেন, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ষাটতলা গ্রামের জনৈক আমির আলীর স্ত্রী রমিছা বেগম তাদের মাছের ঘেরে সবজি তুলতে যান। এসময় তিনি তাদের ঘেরের ভেড়ির ওপরে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে ফিরে এসে তার স্বামীকে জানান। পরে তার স্বামী পুলিশকে অবহিত করলে আমরা সেখানে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর নির্জন এই স্থানে মরদেহ ফেলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার রাতে নিহতের পরিবার থানায় এসে তার মরদেহ সনাক্ত করেন। ছিনতাই হওয়া ভ্যানটি খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের নাছিমা ওরফে মীম নামে এক নারীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ভ্যানটি দুর্বৃত্তরা খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের জনৈক নাছিমা ওরফে মীম নামে এ নারীর কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করেছেন বলে আমরা জানতে পেরেছি। দুর্বৃত্তদের ওই নারী দেখলে চিনবেন বলে পুলিশকে জানিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি